'মাটির ময়না'-র DVD ভার্সন বের হয়েছে ১৬ই এপ্রিল, ২০০৫-এ। এটা বাংলাদেশে প্রথম রিলিজ পেয়েছিল ২০০৩ সালে। কিন্তু মজার ব্যাপার হল ‘মাটির ময়না’, “Cannas Film Festival, FIPRESCI International Critics' Prize for Best Film” পুরষ্কার জেতে ২০০২ সালে। এর কারণ আমাদের মহামতি 'সেন্সর বোর্ড'। তেনারা ইহাকে সেন্সর সার্টিফিকেট দেন নাই। কারণ হিসাবে বলা হয়, "ধর্মীয় স্পর্শকাতরতা"। পরে এ নিয়ে পিটিশন হয় এবং আদালতের অনুকূল রায় পেয়ে ‘মাটির ময়না’ মুক্তি পায়? (link: Petition- Romeve ban on Matir moina.)
মাটির ময়না - বাংলাদেশের প্রথম সিনেমা যা অস্কার পুরষ্কারে (Academy Award) 'সেরা বিদেশী ভাষার ছবি' বিভাগে মনোয়ন পায়।
'মাটির ময়না'- এক মাদ্রাসা ছাত্র 'আনুর' কাহিনী। বাবা তাকে পাঠিয়ে দিলেন মাদ্রাসায় যেখানে কড়া কড়া সব নিয়ম-কানুন আর কথায় কথায় শাস্তি। যেখানে মানুষ পরাধীন সেখানে কল্পনাও শৃঙ্খলিত। এর বিরুদ্ধে আনুর সহপাঠী এতিম 'রোকনের' প্রতিবাদ। এরই মাঝে একসময় পূর্ব আর পশ্চিম পাকিস্তানের মধ্যে শুরু হল টানাপোড়েন। আনুর মায়ের উপর বাবার অত্যাচার যেন পুবের ওপর পশ্চিমের শোষণের প্রতীক। পুরো ছবিতে পরিচালক তারেক মাসুদ তার ছোটবেলার মাদ্রাসার ছাত্রজীবনের ঘটনাগুলোই নতুন করে ফ্রেমবন্দি করেছেন 'মাটির ময়না'-য়।
একনজরে-
নাম: মাটির ময়না (The Clay Bird)
দৈর্ঘ্য: ৯৮ মিনিট
মাধ্যম: 35 mm color
পরিচালক: তারেক মাসুদ
প্রযোজক: ক্যাথেরিন মাসুদ
চিত্রনাট্য: তারেক ও ক্যাথেরিন মাসুদ
পুরষ্কার:
2002 Cannes Film Festival, FIPRESCI International Critics' Prize for Best Film
2002 Edinburgh International Film Festival
2002 Montreal International Film Festival
2002 Marrakech Film Festival (Morocco), Best Screen Play Award
2002 Cairo International Film Festival
2003 Palm Springs International Film Festival
2003 New Directors/New Films Festival
2003 Karafilm Festival, Best Film
Monday, July 02, 2007
মাটির ময়না - বাংলাদেশের প্রথম সিনেমা যা অস্কার পুরষ্কারে (Academy Award) 'সেরা বিদেশী ভাষার ছবি' বিভাগে মনোয়ন পায়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment